নিজস্ব সংবাদদাতাঃ মতুয়াদের বার্ষিক উৎসবে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে ঘুরিয়ে রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘কোথাও রাজনৈতিক হিংসা হলে রুখে দাঁড়ান’, সাফ বার্তা মোদির। তবে রাজ্যের মতুয়া সমাজ যে বার্তার জন্য অপেক্ষা করছিলেন, সেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এদিন মুখ খোলেননি প্রধানমন্ত্রী। মতুয়া সমাজের আশা ছিল আজকের সভা থেকে CAA নিয়ে অন্তত কোনও বার্তা যদি মেলে প্রধানমন্ত্রীর তরফে। কিন্তু মোদি এদিন সেসব নিয়ে মুখ খোলেননি। বরং ঘুরিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক হিংসা নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলে দিয়েছেন, বর্তমান সময়ে যখন হিংসা বাড়ছে, মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে, তখন হরিচাঁদ ঠাকুরের দর্শন সমাজের জন্য প্রয়োজন। প্রধানমন্ত্রীর বক্তব্য, জোর করে কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করা সংবিধানের বিরুদ্ধে। তাই রাজনৈতিক হিংসা এবং অরাজকতার বিরুদ্ধে সবার সরব হওয়া উচিত। রামপুরহাট কাণ্ড তথা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।