নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে প্রতিবাদ কর্মসূচী তৃণমূল ছাত্র পরিষদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে প্রতিবাদ কর্মসূচী তৃণমূল ছাত্র পরিষদের

হরি ঘোষ, জামুরিয়াঃ পেট্রোপণ্য,ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ জামুড়িয়া ব্লক-১ তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ কর্মসূচী করল জামুড়িয়া যাদুডাঙ্গা পেট্রোল পাম্পের সামনে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা পিন্টু কুমার দত্ত,জয়দীপ রুইদাস, আকাশ বাউরী,গোবর্ধন রুইদাস, দীপায়ন গোস্বামী, দেব রুইদাস সহ ছাত্র নেতৃত্ব। এ প্রসঙ্গে ছাত্র নেতা পিন্টু কুমার দত্ত হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে পেট্রোল থেকে শুরু করে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যদি না কমে তাহলে জামুড়িয়ার ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন করবে।