বালিগঞ্জের উপনির্বাচন: ব্যালটের জন্য ত্রিমুখী লড়াই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বালিগঞ্জের উপনির্বাচন: ব্যালটের জন্য ত্রিমুখী লড়াই

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বালিগঞ্জ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন যুব নেত্রী, একজন দলবদলু ও একজন সেনা অফিসারের মেয়ে। রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে আগামী ১২ এপ্রিল। ত্রিমুখী লড়াইয়ে সামিল হতে চলেছএন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। আশ্চর্যের বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেও তৃণমূলের হয়ে ভোটে লড়তে চলেছেন প্রতিবেশী টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি পার্টির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। যিনি কয়েক মাস আগেই গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে পদার্পণ করেছেন।

অন্যদিকে, সিপিএম মনোনীত সায়রা শাহ হালিম বিখ্যাত সেনা অফিসার জামির উদ্দিন শাহের মেয়ে। তিনি বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাশিম আব্দুল হালিমের পুত্রবধূ। সিপিএম সমর্থকরা দাবি করেছেন যে তাদের প্রার্থীর জন্য সক্রিয় প্রচারে অংশ নিচ্ছেন তারা। অন্যদিকে, বিজেপি প্রার্থী কেয়া ঘোষ একজন উদ্যমী তরুণ নেত্রী যিনি নির্বাচনী রাজনীতিতে তার দক্ষতার প্রশংসা রাখেন। বালিগঞ্জ ১২ এপ্রিল নির্বাচনের জন্য ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে। কিন্তু বালিগঞ্জের ভোটারদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল বিজয়ী আবারও জনগণের উপর আরেকটি নির্বাচন চাপিয়ে দেওয়ার পালা হয়ে উঠবে কিনা।