চোলাই মদের জের!তিন দিনে তিন জনের মৃত্যু!অভিযানে ব্যার্থ আবগারী পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চোলাই মদের জের!তিন দিনে তিন জনের মৃত্যু!অভিযানে ব্যার্থ আবগারী পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ডেবরা: ডেবরায় পর পর তিন দিনে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। যেখানে প্রত্যেকটি ঘটনার সঙ্গে দেশি মদের যোগ রয়েছে। এমনটাই দাবি করেছে ডেবরা থানার পুলিশও। কিন্তু এর পাশাপাশি ডেবরা আবগারী দফতর যে অভিযানে ব্যর্থ তা পরিস্কার এই তিনটি মৃত্যুতে। শুধু হোটেল রেড করলেই অবৈধ মদের ব্যাবসা বিনাশ করা যায়না। গ্রামীন এলাকায় যে সমস্ত চোলাইয়ের ঠেক আছে, সেগুলিকেও রিতীমতো অভিযান চালিয়ে ভাংচুর করতে হবে। আবগারী পুলিশের ব্যার্থতার অভিযোগ তুলছে ডেবরাবাসী। যার কারণ স্বরূপ এই তিন ব্যাক্তির মৃত্যু। এলাকায় অভিযোগও আছে ডেবরা এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ধারে যে সমস্ত হোটেল বা ধাবা আছে সেগুলিতেও রমরমিয়ে মদ বিক্রি হয়। সেখানেও উদাসীন আবগারী পুলিশ। প্রশ্ন উঠছে ডেবরার বুকে কার্যালয় থাকা সত্ত্বেও ডেবরায় এই তিন মৃত্যু নিয়ে। এর দায় কে নেবে? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।