নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এক পরীক্ষা। এই পরীক্ষায় সফলতা অর্জন করতে গেলে কয়েকটি কৌশল মেনে চলতে হবে। আজকে জেনে নিই ইংরেজি পরীক্ষায় কি করে ভালো নম্বর পাওয়া যাবে। ইংরেজি এক বিদেশী ভাষা। তাই অনেকেরই এই ভাষার প্রতি এক ভীতি থাকে। কিন্তু নিয়মিত অভ্যাস সই ভীতি কাটাতে সক্ষম। তার জন্য মানতে হবে কিছু পদ্ধতি। যা হলঃ ক) টেক্সটবুকটা খুঁটিয়ে পড়া এবং তার সাথে টেস্ট পেপার প্র্যাকটিস করা। খ) পড়ার সাথে সাথে লিখে লিখে পড়ার অভ্যাস করা। গ) ঘড়ির সময় ধরে লেখা অভ্যাস করা। ঘ) 'রাইটিং স্কিল' উন্নত করতে বিভিন্ন ' গ্রামার বুক' এর সাহায্য নেওয়া। ঙ) রাইটিং স্কিলের ক্ষেত্রে নোটিস, রিপোর্ট, লেটার প্রভৃতি লেখার 'ফরম্যাট' গুলো ভালো ভাবে রপ্ত করতে হবে। কোভিড পরবর্তী সময়ে পরীক্ষা হচ্ছে, তাই কোভিড সংক্রান্ত কিছু বিষয়ের পয়েন্টস তৈরি করে রাখতে হবে। এই বিষয়গুলি মাথায় রাখলে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া অবশ্যম্ভাবী।