নিজস্ব সংবাদাদাতা : গাজীপুরের ডাম্পিং ইয়ার্ডে যে আগুন লেগেছিল গতকাল তা এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। উপরন্তু বিষাক্ত ধোয়ায় শ্বাসকষ্টে ভুগছে স্থানীয়রা। এই ঘটনায় আইপিসি ধারা ২৭৮ (স্বাস্থ্যের জন্য বায়ুমণ্ডলকে ক্ষতিকারক করে তোলা), ২৮৫ (আগুন বা দাহ্য পদার্থের বিষয়ে অবহেলামূলক আচরণ) এবং ৩৩৬ (জীবন বা অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার কাজ)য় মামলা করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। "গতকাল পরিস্থিতি খুব খারাপ ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরিস্থিতি এখন কিছুটা ঠিক আছে কিন্তু দমবন্ধ এখনও আছে," জানিয়েছেন ল্যান্ডফিল সাইটের কাছে একজন গাড়ি মেকানিক হিসাবে কাজ করা একজন ব্যক্তি।