করোনা আবহে চরম সঙ্কটে তাঁত শিল্প

author-image
Harmeet
New Update
করোনা আবহে চরম সঙ্কটে তাঁত শিল্প

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: করোনা আবহে চিন্তার ভাঁজ তাঁত শিল্পীদের কপালে। চরম সঙ্কটে তাঁত শিল্পীরা। এমনই চিত্র দেখা গেল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রামপঞ্চায়েতের দেওডাঙ্গাতে। একসময় তাঁতের শাড়ি পৌঁছে যেত পার্শ্ববর্তী জেলা সহ ভিন রাজ্য গুলিতে। তবে করোনা আবহে ব্যাবসা প্রায় বন্ধের মুখে। স্বাভাবিক ভাবেই চরম সমস্যায় পড়েছেন তাঁত শিল্পীরা। করোনার জেরে প্রায় সম্পূর্ণ রূপে বন্ধ তাঁত বোনা। দুর্গাপুজো এগিয়ে আসছে, তা সত্ত্বেও বন্ধ রাখতে হচ্ছে কাজ। এখনও পর্যন্ত নতুন তাঁতবস্ত্রের বরাত আসেনি । তাঁতের বরাত না পেয়ে মাথায় হাত পড়েছে ১৫ টি তাঁত শিল্পী পরিবারের। ওই শিল্পীদের আক্ষেপ, তাদের দুর্দশার দিকে নজর নেই প্রশাসনের । স্বাভাবিক ভাবেই সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁরা। 

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দেওডাঙ্গায় প্রায় ১৫ তাঁত শিল্পী পরিবারের বসবাস। জানা গিয়েছে, এখানে বেশীর ভাগ শিল্পীরা ২৩ বছর ধরে তাঁত বস্ত্র বুনছেন, আবার অনেকে ১৫ বছর ধরে এই কাজ করছেন। সারা বছর তাঁতবস্ত্র বুনেই সংসার চালান এই শিল্পীরা। এই এলাকার তাঁতের শাড়ি অন্য জেলার বাজারে সুনাম অর্জন করেছে। কিন্তু করোনার থাবায় বহু দিন থেকে বন্ধ রয়েছে তাঁতযন্ত্র। ফলে পরিবার নিয়ে চরম সমস্যায় পড়েছেন শিল্পীরা।