কুড়িয়ে পাওয়া ফোন ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন সরকারি আধিকারিক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কুড়িয়ে পাওয়া ফোন ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন সরকারি আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : মোবাইল ফোন কুড়িয়ে মালিককে ফেরত দিলেন এক সরকারি কর্তা। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক প্রশাসনের ওই আধিকারিকের সততায় সকলে খুশি হন। জানা যায়, গত শুক্রবার দিঘা-মেদিনীপুর বাসে কেশিয়াড়ি এলাকার বিদ্যাধর গ্রামের বাসিন্দা তরুণ দাসের মোবাইল ফোনটি হারিয়ে যায়। ওই বাসের যাত্রী ছিলেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসার সমরেশ সামন্ত। তিনি কাঁথি বাস স্ট্যান্ডে নামার সময় বাসের মধ্যে ওই মোবাইল ফোনটি কুড়িয়ে পান। প্রায় আধাঘন্টা পর একটা ফোন আসে ওনার কাছে। তিনি সাঁকরাইল বিডিও অফিসে যে ফোন করে ছিল তাঁকে সোমবার বা মঙ্গলবার আসতে বলেন প্রমান পত্র নিয়ে। মঙ্গলবার ফোনের প্রাপক তরুণ দাস তাঁর মোবাইলের সমস্ত প্রমান পত্র নিয়ে আসনে সাঁকরাইল ব্লক অফিসে। প্রমান পত্র সহ সেই মোবাইল ওই যুবকের হাতে মঙ্গলবার তুলে দিলেন সাঁকরাইল ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসার সমরেশ সামন্ত। মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি তরুণ দাস।