নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হল আলোচনা সভা। খুদমরাই অঞ্চল কমিটির সদস্যরা এবং ৮ টি বুথের বুথ সভাপতিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমল কান্ত রাউৎ, সাঁকরাইল ব্লক তৃণমূলের সহ সভাপতি অনুপ মাহাত, খুদমরাই অঞ্চল তৃণমূলের সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি সহ প্রমুখ। ব্লক নেতৃত্বরা এদিন দলীয় কর্মীদের কাছ থেকে এলাকার মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা জানেন। তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের সভাপতি কমল কান্ত রাউৎ এলাকার দলীয় কর্মীদের বলেন মানুষের কাছে যাবেন, মানুষের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনবেন এবং মানুষ কি চায় তা জানার চেষ্টা করবেন। মানুষের অভাব অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দল। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে প্রতিটি এলাকার উন্নয়নের জন্য সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।