বকেয়া বিল না পাওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ ঠিকাদারদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বকেয়া বিল না পাওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ ঠিকাদারদের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ বকেয়া বিল না দেওয়ার দাবিতে হোর্ডিং টাঙ্গিয়ে ঠিকাদারদের চলছে অবস্থান বিক্ষোভ। অভিযোগ, গত তিনটি অর্থ বছর ধরে তাঁরা পঞ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি ও ব্লকের যে সমস্ত উন্নয়ন মূলক কাজ করেছেন তার বকেয়া টাকা পাননি। বহুবার আবেদন করার পর পুরোনো বকেয়া বিলগুলো পাওয়ার ব্যাপারে হদিশ না করতে পেরে এবং বিডিওর সঙ্গে দেখা করতে না পেরে তাঁরা আন্দোলনের পথে নেমেছেন। এছাড়া তাঁদের কোনও পথ নেই বলে জানান। কারণ বিভিন্ন পাওনাদারদের হেনস্থার মুখে পড়া শুধু নয় নিজেদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই সব ঠিকাদারদের। তাঁরা জানান, গত ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এই তিনটি‌ অর্থ বছরের কাজের বকেয়া বিল না পেয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি ও ব্লকের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বকেয়া বিল তাঁরা এখনো পাননি। এর জন্য বেশ সমস্যায় পড়েছেন। একথা লিখিত ভাবে জানিয়েছেন ঝাড়গ্রাম বিডিও, ঝাড়গ্রাম মহকুমা শাসক সহ বিভিন্ন প্রশাসনিক স্তরে। কিন্তু কোন ফল পাননি ঠিকাদাররা।