মাধ্যমিকে ভালো রেজাল্ট করার উপায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাধ্যমিকে ভালো রেজাল্ট করার উপায়

নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর এই পরীক্ষায় সর্বাধিক নম্বর পাবেন কি করে জেনে নিন কয়েকটি টিপসের মাধ্যমে। ১) পড়ার সময় এক রুটিন করে পড়তে হবে। যাতে সপ্তাহে কখন এবং কোন কোন বিষয় পড়তে হবে তার একটি তালিকা থাকবে। এই রুটিন অবশ্যই নিজের সুবিধামত এবং নিজের তৈরি হতে হবে। কারুর তৈরি করে দেওয়া রুটিন যেন না হয়। ২) প্রত্যেকটি বিষয়কে মনোযোগ সহকারে পড়তে হবে। অতি অবশ্যই টেক্সটবুক খুব ভালো ভাবে পড়তে হবে। ৩) বিগত বছরের প্রশ্নপত্র হাতের কাছে রাখতে হবে। তার জন্য বাজারে অনুশীলনী বই পাওয়া যায়। ৪) প্রত্যেকটি বিষয়কে ভালো ভাবে পড়ে নিয়ে লিখে রাখতে হবে। শিক্ষকদের দেওয়া নোট্‌স ভালো ভাবে পড়তে হবে। ৫) উত্তর লেখার সময় পয়েন্ট করে লিখলে পরীক্ষকের দেখতে সুবিধা হবে। এতে নম্বরও বেশি পাওয়া যাবে। ৬) রিভিশনের সময় কম পড়া হয়েছে এমন বিষয়গুলিকে ভালো ভাবে পড়তে হবে। ৭) মোবাইল থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যাতে মনঃসংযোগ বিচ্ছিন্ন না হয়। ৮) মনকে সুস্থ এবং খুশী রাখতে মাঠে গিয়ে খেলাধুলো করতে হবে। এই উপায়গুলি অবলম্বন করলে ভালো নম্বর অবশ্যই পাওয়া যাবে।