নিজস্ব সংবাদদাতা: কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো সোমবার ইউক্রেনের রাজধানীতে কারফিউ কিছুটা শিথিল করার ঘোষণা করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ক্লিটশকো বলেন, 'বন্ধুরা! গুরুত্বপূর্ণ তথ্য! কিয়েভ এবং এই অঞ্চলে কারফিউ পরিবর্তন হচ্ছে। 'আজ অর্থাৎ ২৮ মার্চ পর্যন্ত কারফিউ এক ঘণ্টা পর শুরু হবে এবং এক ঘণ্টা আগে শেষ হবে। এবং চলবে স্থানীয় রাত ৯টা) থেকে সকাল ৬টা পর্যন্ত। স্থানীয় কর্তৃপক্ষ এর আগে ঘোষণা করেছিল যে রাজধানীতে স্কুলশিক্ষা সোমবার একটি অনলাইন বিন্যাসে পুনরায় শুরু হবে। ক্লিটশকো সপ্তাহান্তে বর্ধিত কারফিউয়ের একটি পরিকল্পনাও বাতিল করেছেন।