জেনে নিন উচ্চ মাধ্যমিকের প্রথম ভাগের রুটিন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জেনে নিন উচ্চ মাধ্যমিকের প্রথম ভাগের রুটিন

নিজস্ব সংবাদদাতাঃ উপ-নির্বাচনের জন্য বদল ঘটাতে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে। পরীক্ষা শুরু হওয়ার মধ্যেই বেশ কিছুদিনের দীর্ঘ বিরতি দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। ২ এপ্রিল থেকে ৫ এপ্রিলের পরীক্ষাগুলির পরে বেশ কিছুদিনের বিরতি দেওয়া হয়েছে। জেনে নিন কবে কোন পরীক্ষা রাখা হয়েছে। ২ এপিল, ২০২২ শনিবার হবে বাংলা (A), ইংলিশ (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ৪ এপ্রিল, ২০২২ সোমবার হবে ইংলিশ (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংলিশ প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ৫ এপ্রিল, ২০২২ মঙ্গলবার হবে হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ট্যুরিজম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি।