রথযাত্রাঃ ১০৮ ঘড়া জলেই কেন স্নান করেন জগন্নাথ-শুভদ্রা-বলরাম?

author-image
Harmeet
New Update
রথযাত্রাঃ ১০৮ ঘড়া জলেই কেন স্নান করেন জগন্নাথ-শুভদ্রা-বলরাম?

নিজস্ব সংবাদদাতাঃ

আগামী ১২ জুলাই রথযাত্রা। এদিকে পুজোর আগে জগন্নাথ-শুভদ্রা-বলরামকে স্নান করানো হয়। কিন্তু কেন? জানেন এর ইতিহাস? না জানা থাকলে জেনে নিন। ১০৮ ঘড়া জল দিয়ে ১০৮ ঘড়া জলে স্নান হবে তিন দেবদেবীর পুরীর মন্দিরে এদিন গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে বিশেষ মণ্ডপে তার স্থাপন করা হয়। সেখানে গুগন্দি জল দিয়ে প্রস্তুত করা হয় ১০৮ ঘড়া জল। এই জলে বিভিন্ন ভেষজ ওষধিও দেওয়া থাকে বলে জানা যায়। তারপর ১০৮ ঘড়া জল দিয়ে দেবদেবীর স্নান সম্পন্ন হয়। পুরাণে কথিত আছে যে এই জলে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসে। তিনি গৃহবন্দি হন। রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন। আর রথযাত্রার দিন আত্মপ্রকাশ করেন। রাজবেশে সামনে আসেন দেব। ততদিন জগৎ রক্ষাকারী এই দেবতাকে কম্বল চাপা দিয়ে রাখা হয়।