নিজস্ব সংবাদদাতাঃ গতকাল আইপিএল-এর যাত্রা মুম্বই ইন্ডিয়ান্স শুরুই করেছে হার দিয়ে। এই নিয়ে টানা দশ ম্যাচে প্রথম হার হলো মুম্বই ইন্ডিয়ান্সের। এর আগে ২০১৩ সালে হেরেছিল মুম্বই। তখন দলের অধিনায়ক ছিল রিকি পন্টিং। গোটা আইপিএল-এ মোট ৫বার নিজেদের ঘোরে ট্রফি নিয়ে যেতে পেরেছে মুম্বই।