নিজস্ব সংবাদদাতা : শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল তার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। রায় দানের পরেও আদালতের রায়ের অপব্যবহারের অভিযোগ ওঠে। সরকারি স্কুলের পড়ুয়ারা স্কুলে হিজাব পরছে না বলে জানালেন উডুপির বিজেপি বিধায়ক কে রঘুপতি ভাট। তিনি জানান, 'উডুপিতে পরিস্থিতি শান্তিপূর্ণ। সরকারি স্কুলের ছাত্ররা হিজাব খুলে ফেলছে (স্কুলে), আর প্রাইভেট স্কুলের ছাত্ররা সরকারের অনুমতি অনুযায়ী হিজাব পরে তাদের স্কুলে যাচ্ছে। এসএসএলসি পরীক্ষার পরীক্ষার্থীরা হিজাব পরছে না।'