নিজস্ব সংবাদদাতাঃ ইউরো কাপের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে যান ক্রিশ্চিয়ান এরিকসন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে এতো মাস পর তিনি সুস্থ হয়ে আবারও মাঠে ফেরেন। ডেনমার্কের জার্সিতে তিনি ম্যাচের ৩মিনিটের মাথায় গোল করেন। গোলের জন্য বল পেয়ে নিজের আনন্দও প্রকাশ করেন তিনি।