নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ সোমবার ও মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি এবং জনবিরোধী নীতির প্রতিবাদে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো সহ কয়েকটি শ্রমিক সংগঠন ভারত বনধের ডাক দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই বনধের বিরুদ্ধে রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা বাজারে মিছিল করা হয়। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্ৰাম জেলা কমিটির সদস্য শান্তনু ভৌমিক এর নেতৃত্বে বন্ধের বিরোধিতা করে কেশিয়াপাতা বাজার এলাকায় মিছিল করা হয়। তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু ভৌমিক বলেন, "তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর কোন বনধকে সমর্থন করেনি। তাই এই বনধকেও আমরা সমর্থন করছি না। সেই জন্য কেশিয়াপাতা বাজারের সমস্ত দোকানপাট খোলা রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি। রাস্তাঘাটে যানবাহন চলাচলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে বন্ধের কোনো প্রভাব না পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষ বনধে বিশ্বাস করে না, মানুষ কাজে বিশ্বাস করে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধের বিরোধিতা করে জনজীবন সচল রাখার আহ্বান জানিয়ে এই মিছিল করা হয়।"