দিগবিজয় মাহালি, পিংলাঃ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পিংলা চক্রের ৯ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুপুরে। পিংলা মহেন্দ্রনাথ পাঠ প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষক-শিক্ষিকা। পিংলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অজিত মাইতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাবেরতি,পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি ও জেলা সভাপতি অনিমেষ দে,জেনারেল সেক্রেটারি কৃষ্ণেন্দু বিশাই,রাজ্য কমিটির সদস্য সৌমেন ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি বিকাশ রঞ্জন সহ অন্যান্যরা।
পিংলা চক্রের সভাপতি লক্ষীকান্ত দে সভাতে উপস্থিত ব্যক্তিদের ধন্যবাদ জানান। এই সম্মেলনে শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। এই সম্মেলনের সঞ্চালনা করেন সভাপতি লক্ষীকান্ত দে। তিনি বলেন,দীর্ঘ দুই বছর করোনার মহামারী থাকার জন্য সম্মেলন করা সম্ভব হয়নি। সম্মেলন না হলেও করোনা পরিস্থিতিতে পিংলা চক্রের পক্ষ থেকে এক লক্ষ টাকা সংগ্রহ করে মুখ্যমন্ত্রী তহবিলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি আরও জানান,করোনার দ্বিতীয় পরিস্থিতিতে মানুষ যখন অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল। সেই সময় পিংলা চক্রের ২২৫ জন শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা করে সংগ্রহ করে পিংলা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকদের হাতে ১২টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছিল। তার সঙ্গে শিক্ষক দিবসে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এদিনের এই সম্মেলনে শিক্ষকদের উদ্দীপনা লক্ষ্য করা যায়।