নিজস্ব সংবাদদাতা : পেট্রোপণ্য, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে চাপ বাড়িয়ে বাড়তে চলেছে ওষুধের দাম। এপ্রিলেই বাড়ছে প্রায় ৮০০ ওষুধের দাম, যার মধ্যে রয়েছে জবনদায়ী ওষুধও। ভারতের ওষুধের মূল্য নির্ধারণকারী কর্তৃপক্ষ নির্ধারিত ওষুধগুলির দাম ১০.৭ শতাংশ দাম বৃদ্ধির ছাড়পত্র দিয়েছে। সেই কারণেই ন্যাশানাল লিস্ট অব এসেনশিয়াল মেডিসিনের অধীনে প্রায় ৮০০ টিরও বেশি ওষুধের দাম বাড়তে চলেছে। যার মধ্যে রয়েছে, জ্বর, সর্দি, ব্লাডপ্রেসারের মত নিত্যো প্রয়োজনীয় ওষুধগুলিও।