উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে হচ্ছে বদল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে হচ্ছে বদল

নিজস্ব সংবাদদাতাঃ অতিমারী আবহে আগের বছর অফলাইনে পরীক্ষা দিতে পারেনি উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। এবছর অফলাইনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর তাই এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রেই বদল আনা হচ্ছে, জানাল শিক্ষা পর্ষদ (WBCHSE)। পরীক্ষায় নকল আটকাতে প্রশ্নপত্রেরও বদল ঘটানো হবে বলে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতি বছরই উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীদের ইলেকট্রনিক্স ডিভাইস, উত্তর নকল ইত্যাদি সম্পর্কিত নানা ঘটনা জনসমক্ষে আসে। এই বছর হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষায় নকল আটকাতে নেওয়া হল বিশেষ ব্যবস্থা। পরীক্ষার সময় বিভিন্ন বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্রের ওপর থাকবে একাধিক সেট। যাতে পরীক্ষায় নকল আটকানো সম্ভব হয়। এবং কোনও কারনে যদি প্রশ্নপত্র (WB HS Exam) ফাঁস হওয়ার ঘটনা ঘটে তবে সাথে সাথে প্রশ্ন পাল্টে দেওয়া হবে। এবং পরীক্ষা শুরু আগে কোনও ভাবেই জানা যাবে না যে কোন প্রশ্নে পরীক্ষা হবে। একেবারে শেষ মুহূর্তেই বলা হবে কোন সেটে পরীক্ষা হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ২০২০ সালের তুলনায় বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রও। এ বছর মোট কেন্দ্রের সংখ্যা ৬৭২৭ টি। আর পরীক্ষার্থীরা নিজের স্কুলেই পরীক্ষা দেবে। এর পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের সঙ্গে কোনও ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল থাকলে তাকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না। যেই দিনগুলিতে পরীক্ষা থাকবে, সেদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে ১০০ কিমি পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হবে।