নিজস্ব সংবাদদাতা : পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত রয়েছে। এবার লক্ষ্য স্ত্রিস্তর পঞ্চায়েত। শিলিগুড়ির অনুষ্ঠানে পাহাড়ে ত্রিস্তর নির্বাচন হক বলে মন্তব্য করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, 'পাহাড়ে ত্রিস্তর নির্বাচন হলে পঞ্চায়েত স্ত্রিস্তর করতে পারি।' এর জন্য কেন্দ্রীয় সরকারকে আইন করে দিতেও বলেছেন তিনি। সেই সঙ্গে পুরসভা ও পঞ্চায়েতগুলিতে দ্রুত কাজ সারতে বলেছেন মুখ্যমন্ত্রী। এও বলেছেন যে তিনি চান, মে-জুনের মধ্যে জিটিএ ভোট হোক।