নিজস্ব সংবাদদাতাঃ আর কিছুক্ষণ পর থেকেই শুরু হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা। সেই খেলার আগেই এবারে রোহিত শর্মার মতো করেই ঋষভ পন্থের প্রশংসা করলেন রিকি পন্টিং। তিনি বলেন, "ওরা দুজনেই অধিনায়ক হিসেবে প্রায়ই এক’ই রকম। রোহিত যখন মুম্বাইয়ের দায়িত্ব নিলো তখন ও যুবক সদ্য জাতীয় দলে নিজের স্থান নিশ্চিত করা শুরু করেছে। তখন ওর বয়স ছিলো ২৩-২৪, যা এখন ঋষভ পন্থের। সত্যি কথা বলতে দুজনের মানসিকতা’ও প্রায় এক’ই রকম। আমি জানি ওরা দুজন খুব ভালো বন্ধু, নিশ্চিত অধিনায়কত্বের মতো বিষয় নিয়ে আলোচনা করে। অধিনায়ক রোহিতের জার্নির সাথে অধিনায়ক ঋষভের জার্নির বিস্তর মিল।"