নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার জোর দিয়ে ঘোষণা করেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন "ক্ষমতায় থাকতে পারবেন না", কিন্তু হোয়াইট হাউস পরে বলেছিল যে এটি সরকার পরিবর্তনের আহ্বান নয়। "ঈশ্বরের দোহাই, এই লোকটি ক্ষমতায় থাকতে পারে না," ওয়ারশতে রয়েল ক্যাসেলে দেওয়া একটি ক্যাপস্টোন ভাষণের একেবারে শেষে বাইডেন ঘোষণা করেছিলেন। তিনি বলেন, 'প্রেসিডেন্টের বক্তব্য ছিল, পুতিনকে তার প্রতিবেশী বা এই অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না। তিনি রাশিয়ায় পুতিনের ক্ষমতা বা সরকার পরিবর্তন নিয়ে আলোচনা করছিলেন না," বলেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, পুতিন 'ক্ষমতায় থাকতে পারবেন না' বলে বাইডেনের বক্তব্য তার প্রস্তুত মন্তব্যে ছিল না।