নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরায় বছরে দু'বার করে ডিএ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত রাজ্যের কর্মচারীরা। তাদের মধ্যে এক কর্মচারী অভিযোগে বলেন,'সরকার পরিবর্তনের পরে বছরে দুবার করে ডিএ পাওয়ার যে অধিকার আমাদের, সেই অধিকার কেড়ে নেওয়া হলো, এই গত চার বছরে আমরা মাত্র একবারই ৩ শতাংশ ডিএ পেলাম অথচ এই সময়ের মধ্যে আমাদের ডিএ পাওয়ার কথা ৩১ শতাংশ। আমাদের দাবি অবিলম্বে এই বাকি ২৮ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে।'এবং তিনি যোগ করে বলেন, 'এটা কোন দয়ার দান নয় এটা কোন ভিক্ষে নয়, জিনিসপত্রের দাম বাড়ছে সেই হিসাবে আমরা ডিএ এর কথা বলছি। '