প্রতিরক্ষায় আত্মনির্ভর দেশ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রতিরক্ষায় আত্মনির্ভর দেশ!

নিজস্ব সংবাদদাতাঃ  আত্মনির্ভরতার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। আত্মনির্ভরতার পথে হেঁটেই চলতি আর্থিক বছরে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করল ভারত। লোকসভায় সেই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ আর্থিক বছরের তুলনায় এ বছর ৬ গুণ বেড়েছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতায় আসে (২০১৪-২০১৫ আর্থিক বছর) সে বছর প্রতিরক্ষা সরঞ্জামের রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৯৪১ কোটি। কিন্তু চলতি আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত ১১ হাজার ৬০৭ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে ভারত। লিখিতভাবে লোকসভায় এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।