জিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

নিজস্ব স্নগবাদাতাঃ ২৭ মার্চ থেকে ছ’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা। মূলত, রুদেন লেপচা কালিম্পংয়ের নির্দল বিধায়ক। পাহাড়ে তিনটি বিধানসভার মধ্যে দু’টি বিজেপির দখলে, একটিতে রয়েছে নির্দলের সদস্য। রুদেন লেপচা অনিত থাপার অনুগামী হিসাবেই পরিচিত মুখ। তাঁর দাবি, কালিম্পংকে যেহেতু আলাদা জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই জিটিএ-এর সঙ্গে একে যুক্ত করে রাখার প্রয়োজন নেই। বরং বিধায়কের দাবি, সেক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হোক এখানে। গঠিত হোক জেলা পরিষদ। মুখ্যমন্ত্রীর সফরের আগে নিঃসন্দেহে এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ।