এমসিডি বিল নিয়ে কী জানালেন কেজরিওয়াল?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এমসিডি বিল নিয়ে কী জানালেন কেজরিওয়াল?

নিজস্ব সংবাদদাতা : বাজেট পেশের দিন এমসিডি বিলের কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, 'এমসিডি বিল (কেন্দ্র দ্বারা) স্টল (এমসিডি) নির্বাচনে আনা হচ্ছে। আমরা এটি অধ্যয়ন করব এবং প্রয়োজনে আদালতে চ্যালেঞ্জ করব। ওয়ার্ডের সংখ্যা ২৭২ থেকে ২৫০-এ নামিয়ে আনার অর্থ হল সীমাবদ্ধতা, যার মানে আর কোনো নির্বাচন নয়। বিল এমসিডিকে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়ে আসবে।' অন্যদিকে কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, 'আজকের বাজেটে আগামী পাঁচ বছরে ২০ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য রাখা হয়েছে। এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এই 'সাহসী ও উদ্ভাবনী' বাজেটে একটি বড় ঘোষণা। আমরা চাকরির সংখ্যা কমপক্ষে ১২ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্য রাখি।'