এবার দাম বাড়ছে ৮০০টি অত্যাবশ্যকীয় ওষুধের!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার দাম বাড়ছে ৮০০টি অত্যাবশ্যকীয় ওষুধের!

নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাস থেকেই দেশজুড়ে বাড়তে চলেছে প্রায় ৮০০টি অত্যাবশকীয় ওষুধের দাম। শুক্রবার এই ঘোষণা করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি। নিঃসন্দেহে এই মূল্যবৃদ্ধির ঘোষণা আমজনতার চিন্তা বাড়াবে। যে যে ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে জ্বর, সংক্রমণ, ত্বকের অসুখ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা ও হৃদরোগের ওষুধ। ১ এপ্রিল থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে। জানা যাচ্ছে, এর ফলে প্যারাসিটামল, আজিথ্রোমাইসিন, ফেনোবার্বিটোন, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড, মেট্রোনিডাজোল, ফেনিটোইন সোডিয়ামের মতো অত্যাবশকীয় ড্রাগের দাম বাড়বে।