রূপো পাচারের ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রূপো পাচারের ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ প্রতিদিনের মতো ভারত-বাংলাদেশ সীমান্তে চলছিল নাকা চেকিং। কড়া নজর ছিল সীমান্তবর্তী এলাকাতে। আর তারপরই হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। বাইকের সিটের নীচে প্রচুর রূপোর গহনা নিয়ে বাংলাদেশে পাচারের আগেই তা বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুর চেক পোস্টের ঘটনা। জানা গিয়েছে, বছর তিরিশের পাপাই গাজী নামের এক ব্যক্তি বাইকে করে হাকিমপুর চেকপোস্টে আসে। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা পাপাইকে জেরা করা শুরু করে। কিন্তু তার কথায় অসঙ্গতি লক্ষ করেন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরা। এরপরই বাইকে তল্লাশি চালায় তারা। তল্লাশি চালাতেই বাইকের সিটের নীচ থেকে প্রায় পাঁচ কেজি পাঁচশ গ্রাম রূপোর গহনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। এবার সেগুলি উদ্ধার করার পর জওয়ানরা হাতেনাতে গ্রেফতার করে পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হয় বাইকটিও। ধৃত পাচারকারী পাপাইকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।