রাহুল পাসওয়ান, সালানপুর: শনিবার আচমকা সালানপুর অঞ্চলের রূপনারায়ানপুরের মোড়ের মাথায় জোরদার তল্লাশি অভিযান চালায় সালানপুর থানার পুলিশ। এইদিন বাস,মিনি বাস,মোটর সাইকেল,চার চাকা যানবাহন সহ হোটেলগুলিতে তল্লাশি চালানো হয়। যেখানে সমস্ত যাত্রীদের ব্যাগ এবং সঠিক প্রমান পত্র ক্ষতিয়ে দেখা হয়। তাছাড়া হোটেল ব্যাবসায়ীদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয় সঠিক পরিচয় পত্র ছাড়া কোনো ব্যাক্তিকে হোটেলের মধ্যে রুম দেওয়া যাবে না ও প্রতিদিনের হোটেলের রেকর্ড থানায় জমা দিতে হবে।
সূত্রের খবর, শুক্রবার দিন সালানপুরের বাংলা-ঝাড়খণ্ড সীমানার অন্তর্গত চিতালডাঙ্গা উপর পাড়ায় এক আবাসনের ভিতরে হদিশ মিলে বে-আইনি আগ্নেয়াস্ত্র কারখানার। তার পরেই নড়ে চড়ে বসে পুলিশ। তাছাড়া সামনেই উপনির্বাচন এবং আগ্নেয়াস্ত্র কারখানা হদিশ মেলার জন্যই এই ধরনের অভিযান চালানো হয় বলে জানা যায়।এইদিন তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভার প্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মণ্ডল সহ আরো পুলিশ আধিকারিকরা।