উত্তর ২৪ পরগণায় গাছের কোটর থেকে উদ্ধার বোমা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
উত্তর ২৪ পরগণায় গাছের কোটর থেকে উদ্ধার বোমা

নিজস্ব সংবাদদাতাঃ রামপুরহাট ‘গণহত্যার’ পর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বীরভূম থেকে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার করতে হবে। তারপর থেকে শুধু বীরভূম নয়, গোটা রাজ্যেই তৎপর হয় পুলিশ। আর পুলিশের তৎপরতা বাড়তেই অধিকাংশ জেলা থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা। এবার গাছের কোটর থেকে উদ্ধার হল তাজা বোমা। জগদ্দলের জিলিপি মাঠের বড় একটি বটগাছের কোটর থেকে উদ্ধার হয় আটটি তাজা বোমা। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারের একটি বট গাছের কোটর থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ। এরপর ভাটপাড়ায় অভিযান চালাতেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ হাতেনাতে গ্রেফতার করে দু’জনকে। অভিযুক্তদের নাম অখিল মজুমদার এবং বাপ্টু সরকার। তাদের কাছ থেকে একটি পাইপগান ও একটি লোহার রড উদ্ধার করে পুলিশ।