পাণ্ডবেশ্বরে প্রচারে এসে তৃণমূল প্রার্থীকে খোঁচা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাণ্ডবেশ্বরে প্রচারে এসে তৃণমূল প্রার্থীকে খোঁচা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

হরি ঘোষ,  পাণ্ডবেশ্বরঃ  শুক্রবার সকাল দশটায় বহুলার পদ্মাবতী মন্দিরে পুজো দিয়ে রোড শো করে পাণ্ডবেশ্বর ব্লকে প্রচার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । গোটা প্রচার পর্বে এদিন প্রার্থীর সাথে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বহুলা গ্রাম, মতিবাজার, ছোড়া গ্রাম, হরিপুর হয়ে এদিন তিনি পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় রোড শো এর মাধ্যমে প্রচার করেন। বহিরাগত প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল শিখিয়েছে রাজ্যের বাইরে থেকে কেউ এলে তাকে বহিরাগত বলা হয়। সেই অর্থে শত্রুঘ্ন সিনহাও বহিরাগত। উনি নিজের রাজ্য বিহারে দু'লক্ষ আশি হাজার ভোটে হেরেছেন। বহিরাগতদের আমরা স্বাগত জানায়, তবে আসানসোলের মানুষ বহিরাগতদের মেনে নেবে না। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি ২০০% নিশ্চিত বলে দাবি করেন অগ্নিমিত্রা পাল। রামপুরহাটে আগুনে পুড়িয়ে ১০ জনের হত্যা প্রসঙ্গে অগ্নিমিত্রা দেবী বলেন ওখানে গণহত্যা হয়েছে। প্রথমে কুপিয়ে খুন করার পর আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার দায় এড়াতে পারে না তৃণমূল দল ও রাজ্য সরকার। প্রচারে এসে বিজেপি প্রার্থী রামপুরহাটের নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা করেন। তিনি বলেন শুধু টাকা দিলেই পরিবারের সব সমস্যা মিটে যায় না। গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তো অবশ্যই তুলে দিয়েছেন। কিন্তু টাকা দিয়েই সবকিছু পূরণ কি সম্ভব? প্রার্থী অগ্নিমিত্রা পাল জানান রামপুরহাটে মাননীয়া মুখ্যমন্ত্রী টাকা দিয়ে চাকরি দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চাইছেন। তিনি বলেন এভাবে মানুষের মুখ বন্ধ করা যায় না। যেভাবে বামফ্রন্ট পশ্চিম বাংলা থেকে বিদায় নিয়েছে আগামী দিনে তৃণমূলও সেই ভাবেই পশ্চিম বাংলা থেকে বিদায় নেবে। রামপুরহাট হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিজেপি শেষ পর্যন্ত লড়ে যাবে বলে অগ্নিমিত্রা দেবী জানান।