নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমে গণ হত্যাকাণ্ড নিয়ে এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন কুণাল ঘোষ বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, 'অনুব্রত মণ্ডল বড় নেতা, উনি বেশি বোঝেন।' অন্যদিকে এই নিয়ে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত বলেন, 'এই নিয়ে কোনও মন্তব্য করব না। তাঁর মন্তব্যে প্রতিক্রিয়ার প্রয়োজন নেই।'