নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডের জল গড়াল কলকাতা হাই কোর্টে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। আগামী সোমবার মামলার শুনানি। নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু এই ঘটনায় সরাসরি আইসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এই ঘটনায় যথাযথ তদন্তের স্বার্থে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। সেই অনুযায়ী শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পূর্ণিমা কান্দু। তিনি বলেন, “রাজ্য পুলিশের উপর ভরসা নেই। ঝালদার আইসি নিজেই জড়িত। সিবিআই তদন্ত হলেই বড় মাথা ধরা পড়বে।”