নিজস্ব সংবাদদাতাঃ ৯ মে’র মধ্যে যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া। এমনটাই দাবি ইউক্রেনের সংবাদমাধ্যমের। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়েছিল রুশ সেনা। দেখতে দেখতে ১ মাস পূর্ণ হয়েছে যুদ্ধের। ইউক্রেনের সংবাদমাধ্যমের দাবি, রুশ সেনাবাহিনীকে মস্কো প্রশাসন নির্দেশ দিয়েছে যে ৯ মে’র মধ্যেই ইউক্রেনকে হারিয়ে দিতে হবে।কিয়েভের সংবাদমাধ্যমের দাবি, ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে যে রুশ সেনাকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ শেষ করতে হবে ওই তারিখের মধ্যে। আসলে বরাবরই ইউক্রেন হামলাকে ‘নব্য নাৎসি’মুক্ত করার প্রকল্প হিসেবে প্রচার করতে দেখা গিয়েছে পুতিনকে। সেই হিসেবে তিনি ইউক্রেন প্রশাসনকে নাৎসিদের সঙ্গেই তুলনা করেছেন। এই যুদ্ধকে আরও একবার নাৎসিদের হারানোর লক্ষ্য বলেই বোঝাতে চেয়েছেন।