নিজস্ব সংবাদদাতাঃ বগটুই গণ হত্যাকাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য আর এই নিয়ে কোনও তদন্ত করবে না। এছাড়া ধৃতদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। বিচারের স্বার্থে ও মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াতেই এই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।