নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ হয়ত কিছুটা দাম রয়েছে কিন্তু মুখে হাসি নেই আলু চাষিদের। আলু চাষের শুরু থেকে প্রায় মাস খানেক ধরে চলে একনাগাড়ে বৃষ্টি। অনেক চাষীকে আবার দ্বিতীয়বার লাগাতে হয়েছিল আলু। চাষীরা তাদের সারা বছরের অর্থকারী ফসল হিসেবে আলু চাষের উপরে জোর দিয়ে থাকে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর গড়বেতা শহর সংলগ্ন এলাকার চাষিদের আলুচাষই মূল ভরসা। আর শেষমেষ শুরু হয়েছে আলু খোলার কাজ। হয়তো কিছুটা দাম রয়েছে কিন্তু চাষিদের মুখে সেই হাসিটা নেই। কারণ দাম থাকলেও আলু তেমনভাবে ফলেনি বলে জানাচ্ছেন চাষীরা। কেশপুরের কৃষক অরূপ ঘোষ জানান, মাত্র দুই থেকে তিন প্যাকেট করে কাটা প্রতি আলু ফলায় লাভ হচ্ছে না কোন রকমে চাষের খরচ আসবে। অন্যদিকে অপর এক মহিলা চাষি পুষ্পা টাঙি জানান, অতিবৃষ্টির ফলে আলুর ফলন খুব একটা ভালো হয়নি। বৃষ্টি না হলে হয়ত আলুর ফলন ভালো হত তখন এই দামটাও যথেষ্ট ছিল। আলুর ফলন কম হয়েছে দামটা আরেকটু হলে ভালো হত, এমনই আরজি চাষীদের।