নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ মেদিনীপুর ঝাড়গ্রাম স্পোর্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সাতদিনের আবাসিক ফুটবল ওয়ার্কশপ শুরু হয়েছে ঝাড়গ্রাম রাজ কলেজ কলোনীর ফুটবল মাঠে। আট থেকে ২৫ বছর বয়সী পুরুষ ও মহিলা ফুটবলার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ার্কশপে যোগদান করেছে। প্রধান কোচ হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় হাবিবুর রহমান, সহকারি কোচ হিসেবে রয়েছেন সুরেশ সাউ ও সুদেব হুই সহ আরও কয়েকজন কৃতি ফুটবলার। মোট ৩০০ জন মহিলা ও পুরুষ ফুটবলার ওয়ার্কশপে যোগদান করেছেন। প্রতিটি খেলোয়াড়কে বুট, মোজা, জার্সি দেওয়া হয়েছে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেদিনীপুর ঝাড়গ্রাম স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপ কুমার মাহাতো বলেন, "এই ওয়ার্কশপ থেকে ভালো ভালো খেলোয়াড়দের চিহ্নিত করা হবে। তারা বিভিন্ন দলের হয়ে খেলবে। সাতদিন ধরে এই ওয়ার্কশপ চলবে। উন্নত মানের ফুটবলার তৈরি করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা থেকে ওয়ার্কশপে যোগদান করার জন্য মহিলা ও পুরুষ ফুটবলাররা সামিল হয়েছেন। ঝাড়গ্রাম রাজ কলেজ কলোনির ফুটবল মাঠে সুন্দর পরিবেশে তাদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে কৃতি ফুটবলার তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।"