নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ দু’বছরেরও বেশি সময় পার করে ভারতে নামল চিনের কোনও শীর্ষ স্তরের নেতার বিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছালেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। কোনও বিদেশি রাষ্ট্রনেতার সফরকে ঘিরে এত বিতর্ক সাম্প্রতিক অতীতে বিরল। চিনা বিদেশমন্ত্রী তাঁর ভারত সফরের প্রাক্কালেই পাকিস্তানে ওআইসি সম্মেলনে যোগ দিয়ে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ওই মন্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে গত কাল রাতে উল্লেখ করে দিল্লি। সেই বিতর্কের রেশ আজও মিলিয়ে যায়নি। কারণ ওআইসি-তে গৃহীত প্রস্তাবের আজ সরাসরি নিন্দা করে বিবৃতি দিয়েছে ভারত। জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের সঙ্গে আজ আলোচনায় বসবেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত-চিন মুখোমুখি বৈঠকে কী হয় সে দিকেও নজর রাখছে আন্তর্জাতিক মহল।