ডিসেরগরে নাকা চেকিংয়ের সময় উদ্ধার লক্ষাধিক টাকা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডিসেরগরে নাকা চেকিংয়ের সময় উদ্ধার লক্ষাধিক টাকা

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল লোকসভা উপনির্বাচনের পূর্বে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনা ঘটল ডিসেরগর ব্রিজের কাছে নাকা চেকিংয়ের সময়। জানা যায়, আজ সন্ধ্যা বেলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া সীমান্তের বরাকর চেকপোস্টে নাকা চেকিং চলাকালীন বরাকর ফাঁড়ির পুলিশ রাঁচির বাসিন্দা বিষ্ণু সেরাউলের কাছ থেকে ২ লক্ষ টাকা উদ্ধার করে। বিষ্ণু সেরাউল রাঁচি থেকে কলকাতা যাচ্ছিলেন। টাকার মালিক বিষ্ণু সেরাউল টাকা সংক্রান্ত কোনও বৈধ কাগজ না দেখাতে পারায় সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ এবং SST মেজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত টাকা বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, আসানসোল লোকসভা উপ নির্বাচনকে সামনে রেখে এলাকার সমস্ত নাকা পয়েন্টগুলোতো অভিযান চলছে বলে পুলিশ সূত্রে খবর।