নিজস্ব প্রতিনিধি -এনএলএফটি- র এক সক্রিয় সদস্য গঙ্গারাম রিয়াং'কে গ্রেফতার করলো ত্রিপুরার জম্পুইজলা থানার পুলিশ। পুলিশ সুত্রের খবর, গ্রামবাসীদের কাছ থেকে তোলাবাজি করা সহ একধিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার পুলিশ। এক বছর আগেও ত্রিপুরার টাকারজলা থানার পুলিশ গঙ্গারামকে গ্রেফতার করেছিল। বুধবার রাতে জম্পুইজলা থানার পুলিশ আনন্দবাজার থানা এলাকা থেকে গঙ্গারাম রিয়াং'কে গ্রেফতার করে।