ভিন রাজ্যের শ্রমিকদের মারধরের অভিযোগ স্থায়ী শ্রমিকদের বিরুদ্ধে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভিন রাজ্যের শ্রমিকদের মারধরের অভিযোগ স্থায়ী শ্রমিকদের বিরুদ্ধে

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ায় ভিন রাজ্য থেকে কাজে যোগ দিতে আসা আস্থায়ী শ্রমিকদের মারধরের অভিযোগ স্থায়ী শ্রমিকদের বিরুদ্ধে। আহত ৮, মাথা ফাটিয়ে দেওয়া হয় ২ জনের বলে অভিযোগ অস্থায়ী শ্রমিকদের। ঘটনার খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ দুই ভিন রাজ্যের শ্রমিককে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটে দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত সাগরভাঙ্গার ফুড কর্পোরেশন ডিপোর সামনে। ঘটনার সূত্রপাত, আজ বৃহস্পতিবার সকালে বিহারের বকশা থেকে আসা ভিন রাজ্যের ১০৭জন বেসরকারি এজেন্সির শ্রমিক কাজে যোগ দিতে আসে সাগরভাঙ্গার ফুড কর্পোরেশনের গোডাউনে। ফুড কর্পোরেশনের ভেতরে ঢুকতে বাঁধা দেয় এখানকার ডিপোর ১১৮ জন স্থায়ী শ্রমিক। স্থায়ী শ্রমিকদের অভিযোগ, তাদেরকে সিউড়িতে বদলি করে দিয়ে সেই জায়গায় এই বেসরকারি এজেন্সির ভিন রাজ্যের শ্রমিকদের নেওয়া হচ্ছে। এটা তারা মানবেন না। ভিন রাজ্যের শ্রমিকদের অভিযোগ, চলতি মাসের আট তারিখ থেকে তারা ফুড কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়ার পরও ভেতরে ঢুকতে পারছেন না, বাধ্য হয়ে তারা ঘর ভাড়া করে ১০৭জন বসে রয়েছে। তাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়। মারধর করা হয়। উত্তেজিত ভিন রাজ্যের শ্রমিকরা দুর্গাপুরের এএসবি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। কোকওভেন থানার পুলিশ এসে তড়িঘড়ি অবরোধ তুলে দেয়। রক্তাত্ত দুই ভিন রাজ্যের শ্রমিককে পুলিশ গাড়িতে করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিহারের বকশা থেকে আসা শ্রমিকদের অভিযোগ,  ঘটনার দায় অস্বীকার করেছেন সাগরভাঙ্গার ফুড কর্পোরেশন গোডাউনের স্থায়ী শ্রমিকরা। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি স্থায়ী  শ্রমিকদের।