শিক্ষক, শিক্ষিকা দেরিতে আসায় স্কুলে তালা লাগিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিক্ষক, শিক্ষিকা দেরিতে আসায় স্কুলে তালা লাগিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা  প্রতিদিন   এগারোটার পর বিদ্যালয়ে আসে। পাশেই রয়েছে রাজ্য সড়ক। শিক্ষকরা সময়মতো বিদ্যালয়ে না আসায় ছাত্র-ছাত্রীরা রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়ায়। কেউ স্থানীয় দোকানে গিয়ে আড্ডা মারে। যার ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। বারবার শিক্ষকদের সঠিক সময়ে বিদ্যালয়ে আসার জন্য অভিভাবকদের পক্ষ থেকে জানানো হলেও শিক্ষকরা কোনো কর্ণপাত করেনি। বৃহস্পতিবার সময় মত একজন শিক্ষক এসেছিলেন তাকে বিদ্যালয়ের ভিতরে রেখে এগারোটার পর বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দেয় গ্রামবাসীরা। এরপর কয়েকজন শিক্ষক আসেন। তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি যার ফলে সেই শিক্ষকরা ফিরে যায়।এভাবে বৃহস্পতিবার বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। প্রতিদিন একই ঘটনা ঘটছে। তাই বিদ্যালয়ে তালা লাগাতে বাধ্য হয়েছে বলে গ্রামবাসীরা জানান। যিনি সময়মতো এসেছেন তিনি বিদ্যালয়ের ভিতরে আছেন ছেলেমেয়েদের পড়াচ্ছেন। কিন্তু বাকি শিক্ষকরা কেন দেরি করে আসবে তার উত্তর ওই শিক্ষকদের দিতে হবে বলে জানান গ্রামবাসীরা।