আইনজীবীর বাড়িতে শারিরীক নির্যাতনের শিকার নাবালক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আইনজীবীর বাড়িতে শারিরীক নির্যাতনের শিকার নাবালক

নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরা রাজ্যর আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বাড়িতে ধর্ষণের শিকার এক নাবালক। তার মায়ের অভিযোগ গত ১৯শে মার্চ ছেলেকে নিয়ে তিনি আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের সাহায্য চাইতে তার বাড়িতে গিয়েছিলেন। আর তখনই আইনজীবীর পরিচারক, সঞ্জু দাস নামে এক ব্যক্তি মহিলার ছেলেকে ঘরে ডেকে নিয়ে যায়। এবং নাবালকের উপর শারিরীক নির্যাতন চালায় বলে অভিযোগ।প্রথমে এই ঘটনাটি তার মায়ের কাছে গোপন রেখেছিল সেই নাবালক। গতকাল রাতেই এই ঘটনা সম্পর্কে অভিহিত হন নাবালকের মা। তারপরেই আগরতলা স্থিত পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন নাবালকের মা।