ধর্মঘট সফল করতে সিপিআইএমের সভা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ধর্মঘট সফল করতে সিপিআইএমের সভা

হরি ঘোষ,জামুড়িয়া: আগামী ২৮ এবং ২৯ সে মার্চ যে সাধারণ ধর্মঘটকে ডাকা হয়েছে, তা সফল করতে জামুড়িয়ায় জয়েন্ট এক্সেন কমিটির পক্ষ থেকে একটি সভা করা হয় কুনুস্তোড়িয়া এরিয়া অফিসের বাইরে। সিপিআইএমের পক্ষ থেকে সেই ধর্মঘট কে সফল করার লক্ষ্যেই এই সভা করা হয় বলে জানা যায়। আজ জামুড়িয়ার কুনুস্তোড়িয়া ইসিএলের এরিয়া অফিসের বাইরে বিক্ষোভ করতে দেখা যায় জয়েন একশন কমিটির সদস্যদের। এদিনের সভায় উপস্থিত ছিলেন সিটু নেতা জি.কে শ্রীবাস্তব, আইএনটিইউসি পক্ষ থেকে ছিলেন চন্ডী ব্যানার্জি, সালিম উদ্দিন আনসারী সহ আরো অনেকে।