BREAKING : ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ সৌদি আরবের
BREAKING : ছত্রে ছত্রে গাফিলতির প্রমান ! বড়বাজার অগ্নিকাণ্ডের মুলে বেআইনি নির্মাণ
'কার প্রাণ প্রতিষ্ঠা করলেন? যেখানে মানুষের প্রাণ চলে যাচ্ছে', মেছুয়া বাজার অগ্নিকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের
BREAKING: পহেলগাঁও সন্ত্রাসী হামলা, এবার সোজা সুপ্রিম কোর্ট!
পাকিস্তানে ঢুকে হত্যা করব...লাল কালি দিয়ে ছবিতে ক্রস করা, এই গ্যাংস্টারের নিশানায় সবচেয়ে বড় সন্ত্রাসী
BREAKING : আগুন নেভানোর কোনও ব্যবস্থাই ছিল না ! বড়বাজারের বিধ্বংসী অভিজ্ঞতার কথা শোনালেন প্রত্যক্ষদর্শী
BREAKING : জাতিভিত্তিক জনগণনার বিরুদ্ধে ছিল কংগ্রেস ! এবার কংগ্রেসকে দুষলেন সুকান্ত মজুমদার
BREAKING : দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ ! বিজেপির লজ্জা বললেন সৌমিত্র খাঁ
BREAKING : প্রধানমন্ত্রী জনগণের ইচ্ছাকে সম্মান দিয়েছেন, তেজস্বী ক্রেডিট নিচ্ছে ! ফের তেজস্বী যাদবকে দুষলেন চিরাগ পাসওয়ান

'ছাত্র-ছাত্রীদের শিখতে চাওয়ার ইচ্ছেটা যেন বেঁচে থাকে,'- মেদিনীপুর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বললেন গুণীজনরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'ছাত্র-ছাত্রীদের শিখতে চাওয়ার ইচ্ছেটা যেন বেঁচে থাকে,'- মেদিনীপুর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বললেন গুণীজনরা


নিজস্ব প্রতিনিধি -বর্ণময় ভাবে মেদিনীপুর কলেজের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান বুধবার কলেজের বিবেকানন্দ হলে বহু গুণীজন ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠিত হল। গত বছর করোনা পরিস্থিতির কারণে সমাবর্তন অনুষ্ঠান হয়নি। এ বছর ২০১৯ ও ২০২০-র স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের মেডেল ও শংসাপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসু, খড়্গপুর আইআইটি-র প্রাক্তন ডিরেক্টর ড. পার্থপ্রতিম চক্রবতী, কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা সহ অন্যান্যরা। পার্থ বাবু বলেন, 'ছাত্র-ছাত্রীদের শিখতে চাওয়ার ইচ্ছেটা যেন বেঁচে থাকে। দেশ ও সমাজ গড়ে ওঠা বা এগিয়ে যাওয়ার জন্য এই ইচ্ছেটাই আসল চাবিকাঠি।'তিনি বলেন, শিক্ষার বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয় গড়ে তোলা দরকার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসু বলেন, কলেজ বা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারেন ছাত্র-ছাত্রীরাই। এর জন্য ছাত্রছাত্রীকে নিজেদের সেই পর্যায়ে তৈরি করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে জানার আগ্রহ যাতে বৃদ্ধি পায়, সেটা শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য রাখতে হবে। কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা জানান, সমাবর্তন অনুষ্ঠান ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ তৈরি করে। করোনা পরিস্থিতি কাটিয়ে অবশেষে সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি। মেদিনীপুর কলেজের ১৫০ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছে সপ্তাহ জুড়ে। এরমধ্যে সমাবর্তন অনুষ্ঠান বাড়তি পাওনা ছাত্র-ছাত্রীসহ অধ্যাপকদের।