নিজস্ব সংবাদদাতাঃ 'হ্যাঁ আমরা গান্ধীদের ক্রিতদাস'। এমনটাই বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উপদেষ্টা। গেহলটের অন্যতম উপদেষ্টা সিরোহির বিধায়ক সন্ময় লোধা চলতি বিধানসভা অধিবেশন চলাকালীন নিজেকে এবং অন্যান্য কংগ্রেস নেতাদের "গান্ধী-নেহেরু পরিবারের ক্রীতদাস" হিসাবে বর্ণনা করেছেন। হরিদেব যোশী ইউনিভার্সিটি অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২-এর উপর বিতর্কের সময় লোধা আলোচনার মাঝপথে উঠে দাঁড়িয়ে বলেন, "হ্যাঁ, আমরা ক্রীতদাস। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত গান্ধী-নেহেরু পরিবারের দাসত্ব করব কারণ এই দেশটি গান্ধী-নেহেরু পরিবার দ্বারা নির্মিত হয়েছে।