নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা এলাকায় এক রাজনৈতিক ঘটনার জেরে গ্রেফতার হন তিপ্রা মথার(তিপরাহা ইন্ডিজিয়াস প্রগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স) চারজন নেতা-কর্মী।আর তাদের মুক্তির দাবি নিয়ে সেই দলের দলীয় নেতা-কর্মীরা আজ ত্রিপুরার টাকারজলা-জম্পুইজলা এলাকার সড়ক অবরোধ করেন।