নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার ক্যারাটে প্রতিযোগিতার প্রথম ইন্টার জোডো ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৪ জন প্রতিযোগীকে সংবর্ধনা দিল গোপীবল্লভপুরের জোডো ক্যারাটে একাডেমি। মঙ্গলবার গোপীবল্লভপুরের বোমনিলীমা পাঠাগারের মাঠে এই ঝাড়গ্রাম জেলার প্রথম ইন্টার জোডো ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা ১৪ জনের হাতে ফুলের তোড়া ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এই বিষয়ে গোপীবল্লভপুরের জোডো ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি সত্যরঞ্জন বারিক বলেন, ''ঝাড়গ্রাম জেলার প্রথম ইন্টার জোডো ক্যারাটে প্রতিযোগিতায় গোপীবল্লভপুরের একাডেমী থেকে ১৪ জন প্রতিযোগী কেউ গোল্ড, কেউ ব্রোঞ্জ, কেউবা সিলভার পেয়েছে তাদের আরো বেশি উৎসাহিত করতে আজকে আমরা সকলকে সংবর্ধিত করলাম। এছাড়াও আমাদের একটা গর্বের বিষয় শ্রেয়সী বারিক গোল্ড মেডেল পেয়ে রাজ্যে স্থরে খেলতে যাচ্ছে।''